সিরিয়ার মধ্যাঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাটি লক্ষ করে ইসরায়েল হামলা করলে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩ জন বেসামরিক নাগরিক। এছাড়া আরো ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভারতের দ্য ইকোনমিক টাইমস নিউজ এ খবর জানায়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে খবরে বলা হয়, রোববার বিকেলের দিকে সিরিয়ার মধ্যাঞ্চের মাসিয়াফ অঞ্চলে ইসরায়েল আকাশ পথে হামলা চালায়। এতে ৩ বেসামরিক নাগরিকসহ ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার করলে সিরিয়াতেও হামলা শুরু করে ইসরায়েল। ২০১১ সাল থেকে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে। তারপর থেকে ইসরায়েল ইরান সমর্থিতদের ওপর শতাধিকবার আকাশপথে হামলা করেছে।