ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লিবিয়া যুদ্ধ বন্ধের আহবান পোপের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 09:29:09

পোপ ফ্রান্সিস বলেছেন, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লিবিয়া যুদ্ধ বন্ধে ধর্মীয় নেতাদের দায়িত্ব আছে। বিনা দ্বিধায় প্রত্যেক উৎপীড়নকে ঘৃণা করতে হবে। ধর্মের নামে কোনো সহিংসতা হতে পারে না।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে আন্তঃধর্মীয় আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্ম ছাড়া ভবিষ্যত মানবিকতা ঝুঁকির মধ্যে পড়বে উল্লেখ করে পোপ বলেন, অস্ত্রের যুক্তি, অস্ত্রের সীমানা, দেয়াল নির্মাণ, এসবের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দুঃখ ছাড়া কিছুই তৈরি করতে পারি না; অস্ত্র মৃত্যু ছাড়া কিছুই আনতে পারে না। আমাদের একসাথে ভবিষ্যৎ নির্মাণ করতে হবে, নতুবা কোনো ভবিষ্যতই থাকবে না।

পোপ প্রত্যাশা করেন, সমাজে সকল ধর্মের মানুষের সমস্ত নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। যেখানেই ধর্মীয় সহিংসতা আছে, তা বন্ধ হবে।

উল্লেখ্য, এই সম্মেলনে বিভিন্ন দেশের শতাধিক ধর্মীয় নেতা অংশ নিয়েছেন। এদের মধ্যে আছেন ইমাম, মুফতি, মন্ত্রী, অগ্নিপূজক, সনাতন শাস্ত্রবিদ, জরথুস্ট্রীয় ও ইহুদি ধর্মগুরুবৃন্দ।

এই সম্মেলনে যোগ দিতেই সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের ঐতিহাসিক সফরে আছেন পোপ ফ্রান্সিস। আরব উপদ্বীপে এটিই প্রথম কোনো রোমান ক্যাথলিকের সফর।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও খবর