গাজায় ইসরায়েলি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-11 16:31:28

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই সেনা নিহত এবং ৮ জন আহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী এটিকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েল। 

ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের সময় গুরুতর আহত এক প্রকৌশলীকে সরিয়ে নিতে ১২৩তম স্কোয়াড্রনের একটি ইউ-এইচ-৬০ ব্ল্যাক হক ৬৬৯ ইউনিটের একটি মেডিকেল টিমের সঙ্গে রাফাহর দিকে যাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাফাহার একটি আইডিএফ ক্যাম্পে অবতরণ করার সময় উড়োজাহাজটি সঠিকভাবে নীচে স্পর্শ করার পরিবর্তে মাটিতে আঘাত করে।

তদন্ত অনুসারে, শত্রুপক্ষের গোলার আঘাতে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি।

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহত সেনাদের নাম এখনো প্রকাশ করা হয়নি তবে তাদের পরিবারকে জানানো হয়েছে।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর