বাস দুর্ঘটনায় তুরস্কে নিহত ১১

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-06-28 21:43:34

তুরস্কের মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৬ জন। শনিবার বাসটি রাজধানী আঙ্কারা থেকে উত্তরাঞ্চলীয় বুরসা প্রদেশে যাওয়ার সময় এ দুর্ঘটনায় পতিত হয়। খবর বিবিসি ও আনাদুলো এজেন্সি। রাজধানী আঙ্কারা থেকে বাসটি রাতের বেলা বুরসা শহরের উলুদাগ রিসোর্ট অভিমুখে যাত্রা করে। পথিমধ্যে এস্কিসেহির-বুরসা মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তীব্র গতিতে আঘাতের কারণে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। প্রথম দিকে বেশ কয়েকটি গণমাধ্যমে ১৩ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হলেও এস্কিসেহির প্রাদেশিক গভর্নর ওজদেমির কারাকাক তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেন নিহতের সংখ্যা ১১। প্রাদেশিক গভর্নর ওজদেমির কারাকাক জানান, আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চালক ও তার সহকারীকে আহতাবস্থায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বাসটিতে কয়েকটি পরিবার ছিল। তারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বার্সার উলুদাগ স্কি রিসোর্টে অবকাশযাপনে যাচ্ছিল। আবহাওয়া ও রাস্তা ভালো হওয়া সত্ত্বেও এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর