ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-18 21:15:35

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি আর্মি অ্যাটাক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় দুইজন সেনা সদস্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলছে,শনিবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ফোর্ট আরউইনের ন্যাশনাল ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে। রয়টার্সের কাছে পাঠানো এক ইমেইল বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জ্যাসন ব্রাউন জানিয়েছেন, এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটির পাইলট ও সহকারি পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর আরেক মুখপাত্র।তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কারসন থেকে সেনাবাহিনীর মুখপাত্র ব্রান্ডি গিল জানিয়েছেন, হেলিকপ্টারটি ও আরোহী সৈন্যরা প্রশিক্ষণ উপলক্ষে ফোর্ট কারসন থেকে মোহাভি মরুভূমিতে গিয়েছিল। স্থানীয় সময় রাত ১টায় বোয়িং নির্মিত এএইচ-৬৪ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তিনি।  

এ সম্পর্কিত আরও খবর