জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ গুরু পোপ ফ্রান্সিস ও মিশরের আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম আহমেদ আল তায়েবে এক ঐতিহাসিক পত্রে স্বাক্ষর করেছেন।
শান্তি প্রতিষ্ঠা ছাড়াও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতি টানার বিষয়ে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, পোপ ফ্রান্সিস ও ইমাম আহমেদ আল তায়েবের স্বাক্ষর অনুষ্ঠানে ইসলাম, খ্রিস্টান, ইহুদি ছাড়াও ভিন্ন ধর্মের অনুসারীরা উপস্থিত ছিলেন। স্বাক্ষর শেষে দুইজনই একে অন্যকে আলিঙ্গন করেন।
উল্লেখ্য, তিনদিনের সফর শেষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আরব আমিরাত ছেড়েছেন খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। প্রথমবারের মতো আরব আমিরাত সফর শেষে এটাকে প্রথা ভাঙার সফর বললে উল্লেখ করেছেন পোপ।