গাজায় ইসরায়েলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত ৩৪

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-21 06:24:19

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কাহিনীর বোমা হামলায় আরও ৩৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল গাজা জুড়ে অব্যাহত ইসরায়েলি বাহিনীর বোমা হামলার ফলে গত ২৪ ঘণ্টায় শিশুিসহ কমপক্ষে আরও ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এরমধ্যে দক্ষিণ গাজার রাফাহ শহরের মেসবাহ এলাকায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় চালায়, এতে তিন শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া, পশ্চিম তীরের কাবাতিয়াতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে শিশুদের। চরম অবস্থা পার করছে তারা। একদিকে খাদ্য, পানি ও বিদ্যুৎ সংকট, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ২৭২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫ হাজার ৫৫১ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ বন্দি রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর