লেবাননের বৈরুতের একটি উপ-শহরে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩০০ জন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় শিশু, নারী ও চিকিৎসকসহ নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০০ জন।
এর আগে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, তারা লেবাননের অভ্যন্তরে অন্তত ৩০০টি স্থানে হিজবুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
দেশটির কর্তপক্ষ জানিয়েছে, ‘টানা চতুর্থ দিনের মতো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
এর আগে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানী রাজধানী বৈরুতের দাহিয়া জেলায় ইসরায়েলি বিমান হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে। এতে ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর একজন শীর্ষ সামরিক কমান্ডারসহ ১২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬৬ জন। নিহতদের মধ্যে ইব্রাহিম আকিল ছাড়া বাকি ১১ জনের ১০ জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করেছে ইসরায়েল।