থাইল্যান্ডে ভালো চিকিৎসক কে?

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাউথ-ইস্ট এশিয়া (ব্যাংকক, থাইল্যান্ড) | 2024-09-27 16:59:05

ভিসা ও ভ্রমণ জটিলতা না থাকায় বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। থাইল্যান্ডে বসবাস করায় পরিচিতরা প্রায়ই একটা প্রশ্ন করেন, অমুক রোগের বিষয়ে ভাল ডাক্তার কে আছেন? বা ভাল হাসপাতাল কোনটি?

এছাড়াও ব্যাংককে চিকিৎসার বিষয়ে রয়েছে কিছু ভুল ধারণা। এই লেখায় চেষ্টা করবো কিছু সাধারণ বিষয়ে তথ্য দেয়ার জন্য।

১. সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে, এখানে এসেই সরকারি হাসপাতালে অনেকে চিকিৎসা নিতে চান। এ বিষয়ে খেয়াল রাখতে হবে-

ক) সরকারি হাসপাতালগুলোতে দেশ থেকে বা ইমেইলে কোথাও সিরিয়াল পাওয়া যায় না।

খ) ইমার্জেন্সি ছাড়া আউটপেসেন্ট যেয়েই দেখানো যায় না। কমপক্ষে ৩ দিন থেকে ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে। এটা থাই নাগরিকদের জন্যেও একই।

গ) সরকারি হাসপাতালেও স্থানীয় (থাই নাগরিক) এবং বিদেশিদের ফি আলাদা। যেহেতু থাই নাগরিকরা সবাই ইউনিভার্সাল হেলথ কাভারেজের অধীনে, তাই তারা ৩০ বাথ বা ১১০ টাকায় হাঁচি কাশি থেকে ক্যান্সার বা বাইপাস সার্জারিও করাতে পারেন। তবে বিদেশিদের জন্য এই খরচ বেসরকারি হাসপাতালের থেকে কম হলেও একদম কম নয়।

ঘ) সরকারি হাসপাতালগুলোতে নিজে থেকে বাংলা-থাই দোভাষী নিয়ে যেতে হয়। দিনে খরচ ১৫০০ থেকে ২০০০ বাথের মতো।

ঙ) হাতে অন্তত ১/২ মাস সময় নিয়ে আসলে এখানে সরকারি হাসপাতালের জন্য পরামর্শ দেয়া যায়।


২. অনেকের মধ্যে আরেকটি ভুল ধারণা হচ্ছে এখানকার সেন্ট লুইস হাসপাতাল চ্যারিটি হসপিটাল, ভারতের ভেলরের মতো কম টাকায় চিকিৎসা পাওয়া যায়। মূলত অন্য বেসরকারি হাসপাতালগুলোর মতোই সেন্ট লুইস পুরোপুরি একটি বেসরকারি হাসপাতাল। তাই খরচও কম নয়। বরং এখানে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে-

ক) বাংলাদেশিরা ব্যাংককে থাকেন মূলত সুকুমভিত এলাকায়। তাই এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে এবং সম্পূর্ণ পর্যটন এলাকা। তাই সুকুমভিতে থাকলে সেন্টলুইস যেতে আসতেই ট্যাক্সি ভাড়া যাবে প্রায় ১ হাজার বাথ বা সাড়ে ৩ হাজার টাকা। কারন ওখান থেকে রোগীদের কোন ট্রান্সপোর্টেসন দেয় না। 

খ) দোভাষী না থাকলে অনেক সময় বিড়ম্বনার শিকার হবেন।

গ) সব ধরনের টেস্ট সুবিধা না থাকায় অনেক সময় বাইরে থেকে করতে হয়।

ঘ) এই হাসপাতালেও ফোনে বা ইমেইলে কোন এপয়েনমেন্ট নেয়া যায় না।

৩. বাংলাদেশের রোগী বা স্বজনদের একটা কমন জিজ্ঞাসা থাকে। অমুক বিষয়ের জন্য ব্যাংককে ভাল ডাক্তার কে?

ব্যাংককে চিকিৎসা করতে আসলে এই ধরনের বিষয় খোঁজা অমূলক। এখানে আমরা যখনই হাসপাতালে যাই, প্রথমে একজন প্রশিক্ষিত নার্স পুরো রোগের বিষয়টা শুনেন এবং তিনি ওই সম্পর্কিত ডাক্তারের কাছে রেফার করেন। তাই এখানে লোকালদের যদি আপনি ১০ জনকেও জিজ্ঞাসা করেন, তোমাদের এখানে হার্ট বা কিডনীর ভাল ডাক্তার কে?

তাহলে তিনি আপনার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে! ভাববে, রোগীর মাথায় এ ধরনের প্রশ্ন আসলো কিভাবে!

এ সম্পর্কিত আরও খবর