গাজায় থেমে নেই ইসরায়েলি তাণ্ডব, আরও অর্ধশত নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-29 08:32:20

গাজায় থেমে নেই ইসরায়েলি তাণ্ডব। উপত্যকাটিতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও অর্ধশত। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান এ হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ৪১ হাজার ৫৮৬ জনে পৌঁছেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ৫২ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত আহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ২১০ জনে। 

মন্ত্রণালয় আরও জানায়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গাজায় চলমান পরিস্থিতিতে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।  

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর