সোমালিয়ায় পৃথক গাড়িবোমা হামলায় নিহত ৬

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-29 12:33:29

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি গাড়িবোমা হামলায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, দুটি হামলাই শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে করা হয়। প্রথম হামলাটি করা হয়, মোগাদিসুর ন্যাশনাল থিয়েটারের কাছে। এটি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কিলোমিটারের ভেতরে।

এ বিষয়ে পুলিশ জানায়, ন্যাশনাল থিয়েটারের কাছে একটি রাস্তার পাশে পার্ক করা গাড়িতে বোমা বিস্ফোরিত হলে ৫ জন নিহত এবং ৭ জন আহত হন।

অন্য হামলাটি করা হয়েছে, জওহর সিটির পশুর বাজারের কাছে।

জওহর সিটির পুলিশ কমান্ডার বশির হাসান এক সংবাদ সম্মেলনে জানান, এ হামলায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হয়, ইসলামিক চরমপন্থী সংগঠন আল শাবাব এ হামলা দুটি করেছে। কারণ হিসেবে বলা হয়, তারা সোমালিয়ায় শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে সরকারের পতন ঘটাতে বিভিন্ন ধরনের সহিংস হামলা করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর