নেপালে ভারী বৃষ্টিপাত-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০১

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-29 12:51:57

হিমালয়ের দেশ নেপালে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে পৌঁছেছে। এছাড়া ৬৪ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, শুক্রবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। এ ভারী বর্ষণ সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পুলিশের মুখপাত্র ডান বাহাদুর কারকি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, 'এ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১০১ হয়েছে। ৬৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।'
তিনি আরও বলেন, 'আমাদের উদ্ধার অভিযান এখনো চলমান আছে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।'

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঋষিরাম তিওয়ারি বলেছেন, 'দেশ জুড়ে বন্যায় ৬০ জন আহত এবং ৩,০১০ জনকে উদ্ধার করা হয়েছে।'

তিনি আরও বলেছেন, 'সেনাবাহিনীসহ দেশের নিরাপত্তা বাহিনীর সব বিভাগকে উদ্ধার অভিযানে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৃষ্টির ও ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়েছে। তাই উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে।'

ভূমিধসের কারণে অনেক মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। যার ফলে রাজধানীর সঙ্গে কার্যত দেশের বাকি অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। উদ্ধার কর্মীরা হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে কাঠমান্ডু থেকে স্থানীয় ফ্লাইটগুলো আবারও চালু হয়েছে। এর আগে বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়।

২০২৪ সালে বৃষ্টি সংশ্লিষ্ট দুর্যোগে নেপালে অন্তত ২৬০ জনের প্রাণহানি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর