‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির কূটনৈতিক তৎপরতা চলমান’

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-29 17:37:05

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক তৎপরতা চলমান বলে মন্তব্য করেছেন লেবাননের তথ্যমন্ত্রী।

রোববার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাক্রি রোববার দেশটির সংসদ অধিবেশনে বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক মাধ্যমে যোগাযোগ চলমান রয়েছে।

জিয়াদ মাক্রি বলেন, এটা সবাই জানেন যে, লেবাননের সরকার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চায়। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউইয়র্ক যান যুদ্ধবিরতির জন্য। সেখানের সিদ্ধান্ত মোতাবেকেই নাসরুল্লাহকে হত্যা করা হয়।

শনিবার লেবাননভিত্তিক হেজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন। এরপরেই লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে।

এ সম্পর্কিত আরও খবর