লেবাননের রাজধানী বৈরুতে হেজবুল্লাহ প্রধানসহ ইরানের এক সামরিক কমান্ডার নিহত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হেজবুল্লাহ ও ইরান।
ইতোমধ্যে এ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ইসরায়েলের কৃত অপরাধের জবাব না দিয়ে চুপ করে বসে থাকবে না।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
খবরে বলা হয়, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, শুক্রবার লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় হেজবুল্লাহ প্রধান নাসরুল্লাহসহ ইরানের গার্ডের ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন।
এ হামলার জবাব আমরা কঠোরভাবে দেবো। আমরা এর জবাব না দিয়ে চুপ করে বসে থাকবো না।
তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না কিন্তু আমরা এর জন্য মোটেই ভীত নই!
হেজবুল্লাহ প্রধানকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে নাসের কান্নানি সংবাদ সম্মেলনে আরো বলেন, আমরা লেবাননের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুতের শহরতলির একটি আবাসিক ভবনের ভূগর্ভস্থ হেজবুল্লাহর সদর দফতরে বৈঠকে অংশগ্রহণ করার সময় আকাশপথে ইসরায়েলের হামলায় হেজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাসরুল্লাহ নিহত হন।
সেসময় সেখানে উপস্থিত ইরানি গার্ডের ডেপুটি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোশানও নিহত হন।
সম্প্রতি, লেবাননে হেজবুল্লাহ ও ইয়েমেনে হুতিদের ওপর ইসরায়েলের উপর্যুপরি হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।