ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-03 14:48:39

ইসরায়েল যদি প্রতিশোধ নিতে চায়, ইরান আরও কঠোর জবাব দেবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দুই দিনের সরকারি সফরে কাতারে গিয়েছেন পেজেশকিয়ান। সেখানে গতকাল বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের সময় এই ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেন তিনি। খবর ইরনার।

পেজেশকিয়ান বলেন, "ইহুদিবাদী শাসকের লক্ষ্য হল এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা এবং সঙ্কট প্রসারিত করা। আমাদের এই সঙ্কটকে প্রতিরোধ করা উচিত এবং ইসলামী প্রজাতন্ত্র এতে প্রতিশ্রুতিবদ্ধ।"  

তিনি বলেন, গাজা এবং লেবাননে যখন ইসরায়েল মানুষ হত্যা বন্ধ করার পরিবর্তে আরও তীব্র হয় তখনও ইরান সংযম দেখিয়েছিল। কিন্তু এতে তখন ইসরায়েলি শাসক তাদের আক্রমণ আরও তীব্র করে ইসলামিক প্রজাতন্ত্রকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছিল।

পেজেশকিয়ান বলেন, ইরান এই অঞ্চলে শান্তি ও প্রশান্তি চায়। এমন পরিস্থিতিতে কোনো দেশ উন্নতি করতে পারে না। 

এসময় তিনি, ইসরায়েলকে মানুষ হত্যা এবং এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন। 

তার এমন বক্তব্য কাতারের আমিরও এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে ক্রমবর্ধমান এবং রক্ষা করতে ইরানকে সমর্থন করার কথা জানান। 

শেখ তামিম মধ্যপ্রাচ্যের উত্তেজনা বন্ধে সাহায্য করার জন্য এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর