দক্ষিণ লেবাননের সীমান্তের এক গ্রামে হিজবুল্লাহ সদস্যদের হামলায় অন্তত ২০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) হিজবুল্লাহর বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু আজান্সি (এএ) এ খবর জানায়।
খবরে বলা হয়, হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এক গ্রামে ২০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।
সংগঠনটি আরো জানায়, সীমান্তের কাছে জড়ো হওয়া ইসরায়েলের সেনাদের লক্ষ করে হিজবুল্লাহর সদস্যরা হামলা চালায়। এছাড়া ইসরায়েলের ট্যাংক লক্ষ করে অ্যান্টি-ট্যাংক রকেটও ছুড়েছে তারা।
এসময় তারা মালিকিয়া পোস্টের কাছে ইসরায়েলের মারকাভা ট্যাংক ধ্বংস করে দিয়েছে। এতে করে ট্যাংকের ক্রু নিহত ও সৈন্যরা আহত হয়েছে। এ ছাড়াও কিরিয়াট শমোনা ও হাইফার কাছে তারা ইসরায়েলের সেনাদের লক্ষ করে রকেট হামলা করেছে।
হিজবুল্লাহ সদস্যরা কাফর শুবা পাহাড়ের রেইস্সাট আল-আলম এবং কারমিয়াল ও সা’সায় এলাকায় মিসাইল ও রকেট হামলা চালিয়েছে। তবে ইসরায়েল শুক্রবারের হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল হামাস ও ইরানসমর্থিত লেবাননের হিজুবল্লাহ গোষ্ঠীর ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের একের পর এক হামলায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।