দক্ষিণ লেবাননের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী। গত বছর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর লেবাননে এই প্রথম কোনো মসজিদে হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
শনিবার (৫ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের সালাহ ঘান্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদের ভিতরে হামলা চালায় ইসরায়েলি সেনা বাহিনী। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ওই মসজিদ হিজবুল্লাহর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তাই মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী।
হিজবুল্লাহ পরিচালিত সালাহ ঘান্দুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি হামলায় তাদের নয়জন কর্মকর্তা আহত হয়েছেন। যাদের বেশিরভাগের অবস্থা গুরুতর।
লেবাননের রাষ্ট্রায়ত্ত নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবিলের হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধে সংহতি জানায় হিজবুল্লাহ। ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শুরু হয়। যার তীব্রতা এতই বাড়ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে।