সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
খবরে বলা হয়, ইসরায়েল মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠের মাজ্জের এলাকার একটি আবাসিক ভবনে আকাশপথে হামলা চালালে ৭ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।
ইসরায়েল গোলান মালভূমির দিক থেকে ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে। এতে দামাস্কাসের আবাসিক ভবনে আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরো জানায়, সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মিসাইলে বাধা দিয়েছে।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ করে প্রায়ই হামলা করে থাকে।