হারিকেন ‘মিল্টন’র আঘাতে ১৬ জনের মৃত্যু, বাড়তে পারে সংখ্যা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-11 09:13:42

ফ্লোরিডায় হারিকেন ‘মিল্টন’র আঘাতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার (১১ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল বুধবার সকালে ১৯৫ কিলোমিটার গতিবেগ নিয়ে রাজ্যটিতে আঘাত হানে। 

বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষক পাওয়ারআউটেজ ডট ইউএস জানায়, এর তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩০ লাখের বেশি গ্রাহক। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন হারডি কাউন্টির বাসিন্দারা। এ ছাড়া পার্শ্ববর্তী সারাসোটা ও মানাটি কাউন্টিতে এ সংকট তীব্র আকার ধারণ করেছে।

সেন্ট পিটার্সবার্গে প্রায় ১৬ ইঞ্চি বৃষ্টি হয়েছে। সেখানেও বেশকিছু মানুষ মারা গেছেন। তবে তার সংখ্যা কত তা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। বলা হয়েছে, এরকম বৃষ্টি হাজার বছরের মধ্যে একবার হয়। ফলে বিপুল এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে ফ্লোরিডা বিশ্বের সাইট্রাস ফলের সবচেয়ে বড় উৎপাদকদের মধ্যে একটি। এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কমলা। আর এখানেই আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিল্টন।

ঘূর্ণিঝড়ের আঘাতের আগেই দেশটির কৃষি বিভাগ অনুমান করেছিল, ২০২৩-২০২৪ মৌসুমের জন্য রাজ্যটি ১৮ দশমিক ৮ মিলিয়ন বাক্স কমলা উৎপাদন করবে।

কিন্তু হারিকেন মিল্টনের প্রভাবে এ বছর উৎপাদনের জন্য হুমকি হতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সতর্ক করে বলেছেন, মিল্টন’ গত ১শ’ বছরে যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এটি এখন জীবন-মৃত্যুর বিষয়।

মাত্র সপ্তাহ দুয়েক আগেই ফ্লোরিডায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ‘হেলেন’। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ‘ক্যাটরিনা’র পর থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড়। ‘হেলেন’র প্রভাবে যুক্তরাষ্ট্রে ২৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর