মাদুরোর প্রত্যাখ্যানের পরও ভেনেজুয়েলায় মার্কিন সাহায্য

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 19:37:22

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রত্যাখ্যান করা সত্ত্বেও দেশটির সীমান্তে কলম্বিয়ায় লরির মাধ্যমে ত্রাণ পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ভেনেজুয়েলার সেনাবাহিনী তাদের প্রবেশমুখি সেতু তিয়েনদিতাস বন্ধ করে রেখেছে। এতে সেখানেই আটকে আছে ত্রাণবাহী লরিগুলো।

দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুইদো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ত্রাণ দেওয়ার আহবান জানান। সেই ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র সম্প্রতি ত্রাণগুলো পাঠানোর ঘোষণা দেয়।

তবে, মার্কিন ত্রাণ কিংবা সাহায্য প্রত্যাখ্যান করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ বলে অভিহিত করেন। ইতোমধ্যে তিনি সেনাবাহিনীকে বলে দিয়েছেন, ‘আমরা ভিক্ষারী নই’।

এ অবস্থায় ভেনেজুয়েলার সীমোন্তেই আটকে আছে কানাডা, জার্মানিসহ আন্তর্জাতিক মহলের পাঠানো সব ত্রাণ। সর্বশেষ যুক্তরাষ্ট্রের ত্রাণ পৌঁছে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)। ত্রাণবাহী এসব লরিতে খাবার ও ওষুধ রয়েছে।

সূত্র: আল জাজিরা

 

 

এ সম্পর্কিত আরও খবর