বোমাতঙ্কে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট কানাডায় জরুরি অবতরণ করে। এরপর সে ফ্লাইটের ১শ ৯১ জন যাত্রী ও ২০ জন ক্রুসহ মোট ২শ ১১ জনকে নিয়ে শিকাগোর উদ্দেশে রওয়ানা হয়েছে সে দেশের এয়ারফোর্সের একটি প্লেন।
জানা যায়, মঙ্গলবার ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বোয়িং ৭৭৭-৩০০ ইআর দিল্লি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর উদ্দেশে রওয়ানা হয়। পরে বোমাতঙ্কের কারণে তা কানাডার নুনাভুর ইকালুইট বিমান বন্দরে জরুরি অবতরণ করে।
সেখানে আটকে পড়া যাত্রী ও ক্রুদের নিয়ে বুধবার শিকাগোর উদ্দেশে রওয়ানা হয়েছে কানাডার এয়ারফোর্সের একটি প্লেন।
বুধবার (১৬ অক্টোবর) এয়ার ইন্ডিয়ার এক বিবৃতির বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন এ খবর জানায়।
খবরে বলা হয়, বুধবার এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, কানাডার বিমানবন্দরে আটকে পড়া ১শ ৯১ যাত্রী ও ২০ জন ক্রুসহ মোট ২শ ১১ জনকে নিয়ে ফ্লাইটের গন্তব্যস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দের উদ্দেশে রওয়া দিয়েছে কানাডার এয়ারফোর্সের একটি প্লেন।
সহযোগিতার জন্য কানাডার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছে এয়ার ইন্ডিয়া।
এ নিয়ে দুইদিনে অন্তত ১০টি ভারতীয় ফ্লাইট বোমা হামলার হুমকি পাওয়ার পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে এখন পর্যন্ত উড়োজাহাজে বোমা খুঁজে পায়নি পুলিশ।