ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় বুধবার পর্যন্ত শিশুসহ আরও অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ছাড়াল ৪২ হাজার ৪০৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ১৪০ জন।
বুধবার (১৬ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে বুধবার সকাল গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪০৯ জনে পৌঁছেছে। আরও অন্তত ৯৯ হাজার ১৫৩ জন ব্যক্তিও আহত হয়েছেন।
অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত এক হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এছাড়া জিম্মি আছে ২৪২ জন।