ভারতের রাজধানী দিল্লির একটি স্কুলে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও স্কুলের পাশের দোকান ধসে গেছে এবং পার্ক করা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর বিস্ফোরণস্থল থেকে ব্যাপক আকারে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে বিস্ফোরণে কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
রোববার (২০ অক্টোবর) পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানায়।
খবরে বলা হয়, রোববার সকালের দিকে দিল্লির রোহিনী এলাকার সিআরপিএফ স্কুলে বিকট শব্দে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্কুলের দেওয়াল ধসে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশের স্পেশাল পুলিশসহ ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
বিস্ফোরণের কোনো কারণ সম্পর্কে ধারণা দিতে পারেননি ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা।
এবিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। আমি বিকট একটি শব্দ শুনতে পাই। এরপর দেখি ধোঁয়ার মেঘ চারদিকে ছড়িয়ে পড়েছে। এর বেশি আর কিছু আমি জানি না। তবে এরপর ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স আসতে দেখি’।
এ বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অমিত গোয়েল বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।