ডিসিতে কমলা হ্যারিস, পেনসিলভানিয়া ছুটলেন ডোনাল্ড ট্রাম্প

, আন্তর্জাতিক

মাহমুদ মেনন, ওয়াশিংটন ডিসি থেকে | 2024-10-31 15:02:27

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর মোটে ৭ দিন বাকি। ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত দিন কাটাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আর অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার কমলার দিন কাটে ওয়াশিংটন ডিসিতে। এখানে এক জনসভায় দেওয়া বক্তৃতায় তিনি ট্রাম্পের ওপর সেই পুরোনো অভিযোগই আনলেন, গত দশ বছর ধরে ট্রাম্প আমেরিকাকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। ডাউনটাউন ডিসির ক্যাপিটল হিলের সামনে এই জনসভায় ৫০ হাজারের বেশি মানুষ জড়ো হয়।

ওদিকে ফ্লোরিডায় নিজ বাড়িতে এক প্রেস কনফারেন্সে কথা বলার পর ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া যান। বরাবরের মতো এবারও পেনসিলভানিয়া হতে চলেছে ভোটের জন্য গুরুত্বপূর্ণ স্টেট। তাই চেষ্টায় ত্রুটি রাখছেন না দুই প্রার্থীর কেউই!

তবে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যার বেসাতি বন্ধই হচ্ছে না। একের পর এক ইভেন্টে গিয়ে তিনি মিথ্যাচার করেই যাচ্ছেন। যার অধিকাংশই ইমিগ্র্যান্টদের নিয়ে। তবে আরও নানা বিষয় নিয়ে তার নানাবিধ মিথ্যাচারের কথা খবরের মাধ্যমগুলোতে আসছে।

ফ্লোরিডা থেকে যাত্রা শুরুর আগে মার-আ-লোগোতে বসে তার বলা কিছু কথার ফ্যাক্ট চেক থেকে মিথ্যাচারের কথা জানা গেছে। যেমন মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই দেশে মূল্যস্ফীতির সবচেয়ে খারাপ অবস্থার জন্য দায়ী। ট্রাম্প বলেছেন তার জীবদ্দশায় নাকি এমন মূল্যস্ফীতি আর দেখেন নি।

এদিকে নির্বাচন নিয়ে স্ক্যাম ছড়ানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জারি করেছে এফবিআই। জনসেবামূলক একটি ঘোষণায় এফবিআই জানিয়েছে, নির্বাচনকে ঘিরে স্ক্যামাররা অর্থনৈতিক ফায়দা লোটার সুযোগ খুঁজছে। বিশেষ করে তারা প্রার্থীদের নাম, ছবি, স্লোগান ব্যবহার করে তাদের পক্ষ থেকে সহযোগিতা চাইছে কিংবা সাধারণের কাছ থেকে তাদের ব্যক্তিগত তথ্য নিতে চেষ্টা করছে।

ভোট সামনে রেখে একটি জরিপ দেখাচ্ছে, পুরুষদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থনই বেশি, অন্যদিকে নারীদের সমর্থন বেশি পাচ্ছেন কমলা হ্যারিস। যা রাজনীতিতে যুক্তরাষ্ট্রের লিঙ্গ বৈষম্যের ইতিহাসকেই মনে করিয়ে দেয়।

এ সম্পর্কিত আরও খবর