আরও ৯ দেশকে ভিসামুক্ত সুবিধা দিলো চীন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-02 17:26:41

দক্ষিণ কোরিয়া, নরওয়ে এবং ফিনল্যান্ডসহ আরও ৯টি দেশের নাগরিকদের ভিসামুক্ত চীনে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভিসা ছাড়াই ১৫ দিন পর্যন্ত বিশ্বের ৯টি দেশকে চীনে ব্যবসা, পর্যটন, পারিবারিক পরিদর্শন বা ট্রানজিটের জন্য অনুমতি দেওয়া হয়েছে। খবর এনডিটিভি। 

দেশগুলো হলো—স্লোভাকিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, অ্যান্ডোরা, মোনাকো, লিচেনস্টাইন ও দক্ষিণ কোরিয়া।

৮ নভেম্বর থেকে তারা এ সুবিধা পাবেন এবং এই নীতিটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এ সম্পর্কিত আরও খবর