ফ্লোরিডা জয় ট্রাম্পের, ম্যাসাচুসেটসে কমালা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-06 08:23:10

মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ধীরে ধীরে আসতে শুরু করেছে বিভিন্ন অঙ্গরাজ্যের ফলাফল। শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা।

এই ফলাফল পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ১৭৭ এবং হ্যারিস ৯৯টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

এর আগে কেন্টাকি ও ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়াতে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ভার্মন্টে জিতেছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস।

এবারের নির্বাচনে সাতটি সুইং স্টেটে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এসব সুইং স্টেটের মধ্যে উইসকনসিনে ১০টি, পেনসেলভিনিয়ায় ১৯টি, আরিজোনায় ১১টি, জর্জিয়ায় ১৬টি, মিশিগানে ১৫টি, নেভাদায় ৬টি এবং নর্থ ক্যারেলিনায় ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ওয়াশিংটন ডিসির জন্য ইলেকটোরাল কলেজ ভোট তিনটি।

এ সম্পর্কিত আরও খবর