দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিক জয় ঘোষণার আগে ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করে বক্তৃতা দেওয়ার পর বিশ্বের নেতারা তাকে অভিনন্দন জানাতে থাকেন।
ট্রাম্পের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইতিহাসের সেরা প্রত্যাবর্তন করায় আপনাকে অভিনন্দন। হোয়াইট হাউসে আপনার আগমন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
তিনি আরও বলেন, এই জয় বিশাল। আপনাকে অভিনন্দন।
নেতানিয়াহু ছাড়াও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। এছাড়া অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও।
এদিকে স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওয়েস্ট পাম বিচ এলাকায় সংবাদ সম্মেলনে একটি দুর্দান্ত বিজয় বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।
ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। যা আমাদের আমেরিকাকে আবার মহান করতে সহায়তা করবে।
ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণা করেছেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি। ম্যাজিক ফিগার ২৭০ হতে ট্রাম্পের আর প্রয়োজন মাত্র ৪ ইলেকটোরাল কলেজ ভোট।
ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যের সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করতে থাকে।
এসময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। বক্তব্যের এক পর্যায়ের ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন।