গাজায় এ পর্যন্ত ৮৫ হাজার টনের বেশি বোমা ফেলা হয়েছে

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-06 16:07:04

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে প্রতিদিন নিহত হচ্ছেন গাজা উপত্যকার বাসিন্দারা। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। এখন পর্যন্ত উপত্যকাটিতে ইসরায়েলি সেনাবাহিনী ৮৫ হাজার টনের বেশি বোমা ফেলেছে।

বুধবার (৬ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি এনভায়রনমেন্ট কোয়ালিটি অথরিটির বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ৮৫ হাজার টনের বেশি বোমা ফেলেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালিত সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ক্রমাগত বোমাবর্ষণের ফলে কৃষি জমির বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে এবং জমিগুলো বিষাক্ত রাসায়নিকে ভরে গেছে। এর প্রভাবে আগামী কয়েক দশক ধরে অঞ্চলটির কৃষিকাজে ক্ষতির সম্মুখীন হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, অস্ত্র সম্পর্কিত জাতিসংঘ কনভেনশনের অধীনে সাদা ফসফরাসের ব্যবহার নিষিদ্ধ হলেও এই হামলায় এর ব্ব্যহার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

শুধু তাই নয় এর প্রভাবে উপত্যকাটির পানির উত্সগুলোও দূষিত হয়েছে।

ইসরায়েলকে তার চলমান বোমা হামলা বন্ধের আহ্বান জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এখন পর্যন্ত এ হামলায় ৪৩ হাজার ৩৯১ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ দুই হাজার ৩৪৭ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ বাসিন্দা। 

এ সম্পর্কিত আরও খবর