ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পরাজয় আশ্চর্যের কিছু নয় বলে মন্তব্য করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বার্নি স্যান্ডার্স বলেছেন, ডেমোক্রেটিক পার্টি শ্রমিক শ্রেণির লোকদের পরিত্যাগ করেছে। তাই শ্রমিক শ্রেণিও তাদের পরিত্যাগ করেছে। তাই কমলার পরাজয় কোন আশ্চর্যের বিষয় নয়।
বার্নি স্যান্ডার্স আরও বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আমেরিকানদের ৬০ শতাংশ আগের চেয়ে বেশি আয় করেও সঞ্চয়ের জন্য অল্প বা কোন টাকাই রাখতে পারছে না। দেশের মধ্যে সম্পদের বৈষম্য বেড়েছে।
স্বাস্থ্যসেবার কথা উল্লেখ করে স্যান্ডার্স বলেন, আমেরিকা একমাত্র ধনী জাতি যারা সবার জন্য স্বাস্থ্যসেবার গ্যারান্টি দেয় না। এসব বিষয়ে আমেরিকান জনগণ ক্ষুব্ধ ছিল, তাই তারা পরিবর্তন চেয়েছে।
২০১৬ ও ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বাম ঘরানার নেতা বার্নি স্যান্ডার্স। সে সময় কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি মওকুফসহ নানা সুবিধার পক্ষে কথা বলে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আলোচনায় আসেন এ বর্ষীয়ান নেতা। সে সময় তার সমর্থনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বড় বড় সমাবেশ হয়।