ফিলিস্তিনের জাবালিয়া শহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৩ শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) দেশটির ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ওয়াফা নিউজ এজেন্সি জানায়, জাবালিয়া শহরে ইসরায়েলি বোমা হামলায় ১৩ শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অসংখ্য এবং নিখোঁজ রয়েছেন অনেকে।
সংবাদমাধ্যমটি জানায়, শহরটির আলুশ পরিবারের বাড়িতে বোমা হামলা চালানো হয়। এই বাড়িটিতে বাসিন্দা ও বাস্তুচ্যুত লোকে পরিপূর্ণ ছিল। হামলার ফলে ভবনটি "সম্পূর্ণ ধ্বংস" হয়ে যায়।
এছাড়াও এই হামলায় একই পরিবারের বাবা-মা, তাদের সন্তান ও নাতি-নাতনিসহ সবাই নিহত হয়েছেন বলেও জানানো হয়।
এ হামলায় আহতদের ব্যাপ্টিস্ট হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানান ওয়াফা।
এর আগে গাজার কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আরও ৮১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৫২ জনে। আর আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২ হাজার ৭৬৫ জনে।