হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।
রোববার (১০ নভেম্বর) হুতি নিয়ন্ত্রিক টেলেভিশন চ্যানেল আল মাসিরাহ টিভির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় উত্তরাঞ্চলীয় আমরানসহ আরও এলাকায় শনিবার রাতভর বিমান হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা সানার বিভিন্ন অংশে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছেন। হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, এটি ‘অভিযানে উন্নত অস্ত্র গুদাম টার্গেট করে হামলা চালানো হয়েছে।’
এছাড়া পেন্টাগন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, লোহিত সাগর ও এডেন উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে হুতির ব্যবহৃত বিভিন্ন অস্ত্র রয়েছে এমন বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
এর আগে জুলাই মাসে, হোদেইদাহ প্রদেশে মার্কিন-ব্রিটিশ যৌথ হামলায় হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতিরা। চলতি বছরের জানুয়ারি থেকে হুতি লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি পশ্চিমা মিত্র দেশ। তবে এসব হামলায় হুতির চেয়ে বেসামরিক মানুষেরই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী গত ১ বছরে লোহিত সাগরে শতাধিক হামলা চালিয়েছে হুতিরা। এতে এখন পর্যন্ত চার জন নিহত হয়েছে এবং দুটি জাহাজ ডুবে গেছে। গত নভেম্বরে হুতিরা একটি জাহাজের দখল নিয়ে নেয়ার পর এর কর্মীরা এখনও তাদের কাছে আটক রয়েছে।