সিআইএ প্রধান হচ্ছেন সাবেক ঊর্ধ্বতন গোয়েন্দা র‌্যাটক্লিফ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-13 11:18:19

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য বিজয়ী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এর প্রধানের দায়িত্ব পালন করবেন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জন র‌্যাটক্লিফ।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর সিআইএ প্রধান হিসেবে জন র‌্যাটক্লিফের নাম ঘোষণা করেন।

বুধবার (১৩ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, জন র‌্যাটক্লিফ ২০২০ সালের মে মাস থেকে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের দায়িত্ব পালন করেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের পদ থেকে সরে গেলে র‌্যাটক্লিফও তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এরপর এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জন র‌্যাটক্লিফ থিংক ট্যাংক সেন্টার ফর আমেরিকান সিকিউরিটির সহ-চেয়ারের দায়িত্ব পালন করেন। জন র‌্যাটক্লিফ বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক নীতির সমালোচনা করার পাশাপাশি চীনের বিপক্ষে কঠোর অবস্থান গ্রহণের পক্ষে ছিলেন। এ কারণে তিনি ‘চায়না হক’ নামে পরিচিতি পান।

র‌্যাটক্লিফ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একজন সাবেক সদস্য।

সিআইএ প্রধান হিসেবে জন র‌্যাটক্লিফের নাম ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি তার (জন র‌্যাটক্লিফ) দিকে তাকিয়ে আছি, যিনি একইসঙ্গে আমাদের সর্বোচ্চ দুটি গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন’।

এ সময় টাম্প আরো জানান যে, র‌্যাটক্লিফ ইরানের সামরিক বাহিনীর প্রতি গভীর মনোযোগের পাশাপাশি উত্তর কোরিয়ার নিউক্লিয়ার অস্ত্র কর্মসূচি দেখভালসহ মার্কিন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে নজর রাখবে।

এ সম্পর্কিত আরও খবর