ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে নির্বাচনী প্রচারণায় বিপুল পরিমাণের অর্থ খরচ করেছেন মার্কিন ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তাঁকে জেতাতে ট্রাম্পের সঙ্গে শুরু থেকেই ছিলেন প্রচারণায়। তাঁর এমন সমর্থন ব্যর্থ হয়নি। দেশটির মসনদে এখন ডোনাল্ড ট্রাম্প।
মাস্কের এমন সমর্থনের প্রতিদান দিতে ভোলেননি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” বা 'সরকারি দক্ষতা বিভাগের' নেতৃত্ব দেবেন ইলন মাস্ক। তাঁর সঙ্গে আরও থাকবেন সাবেক রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী বিবেক রামাস্বামী। যা, ‘সেইভ আমেরিকা’ উদ্যোগের জন্য অপরিহার্য।”
এই বিভাগটি এবারই প্রথম চালু করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, "এই দুই বিস্ময়কর আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলা থেকে শুরু করে, বিধি-বিধানে সামঞ্জস্য আনতে, অতিরিক্ত ব্যয় কমাতে এবং সরকারি কাঠামোগুলোতে বড় আকারের সংস্কারে পথ আরও প্রশস্ত করবে।"
এতে সরকারি ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে বলেও জানান ট্রাম্প।
তবে এই দপ্তরটি কীভাবে কাজ করবে তা স্পষ্ট নয়।
এদিন ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করার ঘোষণা দিয়েছেন।
এর আগে জয়ের পরই স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওয়েস্ট পাম বিচ এলাকায় এক সংবাদ সম্মেলনে, ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির "নতুন তারকা" হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।