মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে পৌঁছেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) তার ব্যক্তিগত জেট বিমানে ওয়াশিংটনে নামেন ট্রাম্প।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ট্রাম্প দুই জায়গায় তার গন্তব্য ঠিক করেছেন। প্রথমে ক্যাপিটল হিলে রিপাবলিকানদের সাথে দেখা করবেন। তারপর, স্থানীয় সময় বেলা ১১টায় হোয়াইট হাউসে রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে দেখা করবেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের তথ্যমতে, বাইডেন ট্রাম্পের সাথে মার্কিন অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির শীর্ষ অগ্রাধিকারের বিষয় নিয়ে কথা বলবেন।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে হারান তিনি। এর পরদিন ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানান প্রেসিডেন্ট জো বাইডেন।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন রীতি মেনে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।