দূষণরোধে দিল্লিতে নির্মাণ কাজ বন্ধ, বাস চলাচলে বিধিনিষেধ আরোপ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-15 00:09:47

দিল্লিতে বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অপ্রয়োজনীয় নির্মাণকাজ বন্ধ ও বাস চলাচলে কড়াকড়ি আরোপ করেছে দিল্লির সরকার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ আকার নেয়ায় কঠোর ব্যবস্থা নিয়েছে রাজ্যটির সরকার। এমনকি দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এসব নির্দেশনা কার্যকর করা হবে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দূষণের মাত্রা কমাতে এসব পরামর্শ দিয়েছে।

এতে পেট্রোল চালিত ও ডিজেল চালিত বিভিন্ন ক্যাটাগরির বাস দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং গৌতম বৌদ্ধ নগরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় সব নির্মাণকাজও বন্ধ থাকবে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক, স্বাস্থ্য এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিগত নির্মাণকাজ চালানো যাবে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে দিল্লি, চণ্ডীগড়, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম ও বাদি দূষণে ঢাকা পড়েছে। দিল্লির (৪৩২) মতোই বাতাসের গুণমান কম-বেশি বিপজ্জনক পর্যায় পৌঁছেছে চণ্ডীগড় (৪১৫), গাজিয়াবাদ (৩৭৮), নয়ডা (৩৭২), গুরুগ্রাম (৩২৩) এবং বাদিতে (৩২০)। বায়ুদূষণের এই মাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

দিল্লির এই পরিস্থিতি অবশ্য হঠাৎ এতটা খারাপ হয়েছে তা নয়। গত মাসের শেষেই দেখা যায় শীতের মৌসুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।

এ সম্পর্কিত আরও খবর