গোপনে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন মাস্ক

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-15 15:34:13

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন দফতরের দায়িত্ব পাওয়া ইলন মাস্ক গোপনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। নাম প্রকাশ না করার শর্তে দুই ইরানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক গত সোমবার জাতিসংঘের এক অধিবেশনে পর ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। তাদের মধ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রশমিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুই ইরানি কর্মকর্তা।

ওই কর্মকর্তারা বলেন, মাস্ক এবং রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যে বৈঠকটি গোপন একটি স্থানে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। জনসমক্ষে তাদের নীতি নিয়ে আলোচনা করার অনুমোদন না থাকায় এ বৈঠকটি গোপন স্থানে হয়েছে। আলোচনাটি "ইতিবাচক" ছিলো।

এ বিষয়ে কোন বৈঠক হয়েছে কি না জানতে চাইলে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং নিউইয়র্ক টাইমসকে বলেন, "আমরা ব্যক্তিগত বৈঠকের প্রতিবেদনে মন্তব্য করি না। বিশেষ করে বৈঠকটি হয়েছে কি হয় নাই।"

বৈঠকের বিষয় জানতে ইলন মাস্কের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এ বৈঠকের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনা কমার সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, মাস্কই এই বৈঠকের জন্য অনুরোধ করেছেন এবং এতে রাষ্ট্রদূত সাড়া দিয়েছেন।

এছাড়াও মাস্ক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যোগাযোগ সক্ষমতা প্রদানে মুখ্য ভূমিকা পালন করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বৈঠকে রাষ্ট্রদূত ইরাভানি মাস্ককে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে ও ব্যবসা-বাণিজ্য শুরু করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই বৈঠক নিয়ে জাতিসংঘে ইরানের মিশন প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, গত বুধবার (১৩ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” বা 'সরকারি দক্ষতা বিভাগের' নেতৃত্ব দেবেন ইলন মাস্ক। তাঁর সঙ্গে আরও থাকবেন সাবেক রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী বিবেক রামাস্বামী।

এ সম্পর্কিত আরও খবর