মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি জোট, হাড্ডাহাড্ডি ঝাড়খণ্ডে

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-23 10:47:12

শুরু হয়েছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনা। সবশেষ খবর অনুযায়ী মহারাষ্ট্রে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে ঝাড়খণ্ডে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং জেএমএম-কংগ্রেস জোটের মধ‍্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সকাল ৮টা থেকে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। সব মিলিয়ে গণনা চলছে পশ্চিমবঙ্গসহ ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা এবং দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট। ঝাড়খণ্ডে শুরুতে এনডিএ এগিয়ে থাকলেও গণনা যত এগোচ্ছে, লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। ‘ইন্ডিয়া’ এবং এনডিএ-র মধ্যে ব্যবধান কমছে।

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ৬টি কেন্দ্রের সবকটিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ঝাড়খণ্ডে ৯টি আসনে এগিয়ে এনডিএ, ৪টি আসনে এগিয়ে জেএমএম-কংগ্রেস জোট। মহারাষ্ট্রে ৯৮ আসনে এগিয়ে বিজেপি জোট, ৩৫টিতে এগিয়ে বিরোধীরা। আর কেরালার ওয়েনাড়ে উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী প্রাথমিকভাবে এগিয়ে আছেন।

অধিকাংশ বুথফেরত সমীক্ষা বলছে, লোকসভা নির্বাচনের ছয় মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবার জিততে পারে বিজেপির জোট। তবে ভারতের নির্বাচনী ইতিহাসে এমন পূর্বাভাস অতীতে অনেক বারই ভুল প্রমাণিত হয়েছে।

মহারাষ্ট্রে মোট আসনের সংখ্যা ২৮৮। সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১৪৫। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২টি আসন। ঝাড়খণ্ডে ৮১টি আসনের মধ্যে ৪৩টিতে ভোট হয়েছিল প্রথম দফায়, গত ১৩ নভেম্বর। বাকি ৩৮টিতে দ্বিতীয় দফায়, ২০ নভেম্বর। মহারাষ্ট্রের ২৮৮ আসনেই ২০ নভেম্বর এক দফায় ভোট হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর