ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ লেবাননের বাসিন্দারা তাদের বাড়ি ফিরতে শুরু করেছে। যদিও এই যুদ্ধবিরতি লড়াইয়ের স্থায়ী সমাধান ঘটাবে কী না তা নিয়ে উদ্বেগ থাকলেও দেশটির বাসিন্দাদের মধ্যে ছিলো স্বস্তি।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) ভোর ৪টা থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননের বাসিন্দারা আনন্দের সঙ্গে তাদের বাড়ি ফিরতে শুরু করেছে।
এতে রাজধানী বৈরুতের সঙ্গে দক্ষিণাঞ্চলের সংযোগকারী মহাসড়কে জ্যাম লেগে যায়। বাসিন্দারা গাড়ির ওপরে তাদের জিনিসপত্র নিয়ে ফিরছিল। গাড়ির তীব্র চাপে বন্দর নগরীর সিডনের উত্তর দিকের প্রবেশপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কেউ কেউ আবার মোটরসাইকেলে করে উপকূলীয় শহর টায়ারে ফিরতে শুরু করে।
যুদ্ধবিরতি কার্যকরে দায়িত্বপ্রাপ্ত লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া, ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নিজ এলাকায় ফিরে না যেতে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। হিজবুল্লাহও ইসরায়েলে পাল্টা রকেট ছুড়েছে।
উল্লেখ্য, গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৮২৩ জন নিহত ও ১৫ হাজার ৮৫৯ জন আহত হয়েছে।