নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৭ জনের প্রাণহানি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-30 16:42:08

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

নৌকাভর্তি ব্যবসায়ীদের নিয়ে এক সাপ্তাহিক হাটে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

তবে কীভাবে নৌ-দুর্ঘটনাটি ঘটলো, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।

শনিবার (৩০ নভেম্বর) যুক্তরাজের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

নাইজেরিয়ার স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাতে মধ্য নাইজেরিয়ার নাইজার নদীতে এক নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। নৌকায় কতজন ব্যবসায়ী ছিলেন, সে তথ্যও জানা যায়নি।

এবিষয়ে কোজি প্রদেশের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির এক মুখপাত্র মুসা জানান, ইতোমধ্যে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির এক মুখপাত্র জানান, মিসা কমিউনিটির ব্যবসায়ীরা মধ্য কোজি থেকে পাশের প্রদেশ নাইজারে সাপ্তাহিক হাটে যাচ্ছিলেন। সে সময় নৌকাডুবির ঘটনা ঘটে। যাত্রীদের কেউ লাইফ জ্যাকেট ব্যবহার করেননি।

এ সম্পর্কিত আরও খবর