জামিনে মুক্তি পাচ্ছেন পুজডেমন

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-27 23:42:09

কাটালুনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজডেমন আপাতত মুক্তির স্বাদ পেতে চলেছেন৷ বিদ্রোহের অভিযোগ নস্যাৎ করে জার্মানির এক আঞ্চলিক আদালত প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় তার জামিন মঞ্জুর করেছে৷ শুক্রবারই পুজডেমন পুলিশের হেফাজত থেকে বেরিয়ে আসবেন, এমনটাই ধরে নেওয়া হচ্ছে৷ গত ২৫ মার্চ থেকে জার্মানির উত্তরে শ্লেসভিক হলস্টাইন রাজ্যের নয়ম্যুনস্টার শহরে আটক রয়েছেন তিনি৷দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক আদালত চারটি শর্তে পুজদেমনকে জামিন দিয়েছে৷ এর আওতায় তাকে ৭৫,০০০ ইউরো জমা দিতে হবে৷ তিনি জার্মানি ছেড়ে যেতে পারবেন না৷ বাসস্থান বদলালে আদালতকে জানাতে হবে৷ সপ্তাহে একবার সশরীরে নয়ম্যুনস্টার শহরের পুলিশের কাছে হাজিরা দিতে হবে এবং আলাদা করে তলব করলেও তাকে উপস্থিত হতে হবে৷ পুজডেমনের আইনজীবীরা মনে করিয়ে দেন, তিনি শুরু থেকেই জার্মানির বিচার ব্যবস্থার প্রতি আস্থা দেখিয়ে এসেছেন৷ জামিনে মুক্তির খবরের পরই তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বার্তা প্রকাশ করা হয়৷ তাতে লেখা ছিল, ‘‘আগামীকাল দেখা হবে৷ সবাইকে অনেক ধন্যবাদ৷'' স্পেনের সরকার পুজডেমনের বিরুদ্ধে যে দু'টি অভিযোগের ভিত্তিতে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, জার্মানির আদালত তার একটি মেনে নিয়েছে৷ দুর্নীতির অভিযোগকে আমল দিলেও বিদ্রোহের অভিযোগের ভিত্তিতে প্রত্যর্পণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আদালত৷ উল্লেখ্য, স্পেনের সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও পুজডেমন স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করেছিলেন৷ এর জন্য প্রায় ১৬ লক্ষ ইউরো ব্যয় করা হয়েছিল৷ তাই তার বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে৷ স্পেনের সরকার জার্মানির আদালতের এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে৷ তবে বিচারমন্ত্রী রাফায়েল কাটালা এই রায় মেনে নিয়েছেন৷ তিনি বলেছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপীল করা হবে কিনা, জার্মানির সরকারি কৌঁসুলি সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷ তবে জার্মানির আদালত স্পেনের সরকারের কাছে দুর্নীতির অভিযোগের সপক্ষে আরও তথ্যপ্রমাণ ও ব্যাখ্যা চেয়েছে৷ জামিনে পুজডেমনের মুক্তির সম্ভাবনার খবর পেয়ে কাটালুনিয়া রাজ্যে অনেক মানুষ স্বস্তি প্রকাশ করেছেন৷ তবে বৃহস্পতিবার রাতে কোনো মিছিলের খবর পাওয়া যায়নি৷ জার্মানির আদালত বিদ্রোহের অভিযোগ নস্যাৎ করে দেওয়ায় অনেক আইনি বিশেষজ্ঞ স্বস্তি প্রকাশ করেছেন৷ তাদের মতে, শেষ পর্যন্ত পুজদেমনকে স্পেনে প্রত্যর্পণ করা হলেও বিদ্রোহের অভিযোগ ধোপে টিকবে না৷ সেক্ষেত্রে ৩০ বছরের কারদণ্ডের বদলে তহবিল তছরূপের দায়ে শাস্তির মাত্রা অনেক কম হবে৷ এদিকে বৃহস্পতিবার বেলজিয়ামের এক আদালত কাটালুনিয়ার তিনজন প্রাক্তন মন্ত্রীকে জামিনে মুক্তি দিয়েছে৷ তবে চতুর্থ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন৷ তাদের বিরুদ্ধেও বিদ্রোহসহ একাধিক অভিযোগ এনেছে স্পেনের সরকার৷

এ সম্পর্কিত আরও খবর