মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাত ‘উন্মাদনা’ ছাড়া আর কিছু নয়।
রোববার (৮ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জয়লাভের পর প্রথম প্যারিসে যান ট্রাম্প। সেখানে জেলেনস্কির সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এ মন্তব্য করেছেন। অবশ্য নির্বাচনী প্রচারণায় ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান সংঘাত একটি আলোচনার মাধ্যমে শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, জেলেনস্কি এবং ইউক্রেন একটি চুক্তি করতে এবং উন্মাদনা বন্ধ করতে চায়। কিয়েভ অনেক সৈন্য হারিয়েছে। এখানে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত, সেজন্য আলোচনা শুরু করা উচিত।
বার্তায় ট্রাম্প আরও বলেন, আমি ভ্লাদিমিরকে (পুতিন) ভালো করে জানি। এটি তার কাজ করার সময়। চীন সাহায্য করতে পারে। বিশ্ব অপেক্ষায় রয়েছে! তবে, এর আগে রাশিয়া ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের বিষয়টি অস্বীকার করেছিল।
গত রোববার জেলেনস্কি ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শান্তি কেবল কাগজের টুকরো নয়, এজন্য গ্যারান্টি দরকার।
তিনি আরও বলেন, এটি (যুদ্ধ) কেবল একটি কাগজের টুকরো এবং কয়েকটি স্বাক্ষরের মাধ্যমে শেষ হতে পারে না। গ্যারান্টি ছাড়াই যুদ্ধবিরতি যে কোনও মুহুর্তে পুনরুজ্জীবিত হতে পারে, যেমন পুতিন ইতিমধ্যেই করেছেন। ইউক্রেনীয়রা যাতে আর ক্ষতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই গ্যারান্টি দিতে হবে।