সিরিয়ায় যাচ্ছে কাতারের প্রতিনিধিদল, শিগগিরই চালু হবে দূতাবাস

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-14 08:56:27

সিরিয়ার রাজধানী দামেস্কে তাদের প্রথম আনুষ্ঠানিক প্রতিনিধিদল পাঠাবে কাতার। রোববার (১৫ ডিসেম্বর) এ প্রতিনিধিদলের সিরিয়ার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। দেশটিতে কাতারি দূতাবাস পুনরায় চালু করা হবে বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সিরিয়া যাবে কাতারের প্রতিনিধিদল। সেখানে তারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাৎ করবে এবং কাতারি দূতাবাস পুনরায় চালু করা ও মানবিক ত্রাণসহায়তা সরবরাহ বাড়ানোর বিষয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন এক কাতারি কর্মকর্তা।

কাতারি ওই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা দূতাবাস পুনরায় খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সহায়তা সরবরাহ বাড়ানোর বিষয়ে আলোচনা করবে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় দেশটি প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার পর শিগগিরই সিরিয়ান আরব প্রজাতন্ত্রে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।

দেশটিতে বিদ্রোহীদের অভিযানের মুখে বাধ্য হয়ে বাশার আল-আসাদ দেশ ছাড়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল-বশির। এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে যেসব নাগরিকরা প্রতিবেশী তুরস্ক ও লেবাননে আশ্রয় নিয়েছিলেন তারা এখন ফিরতে শুরু করেছেন। বহু শরণার্থীকে দেখা গেছে সীমান্ত দিয়ে সিরায়ায় প্রবেশ করেছেন। এ সময় তাদের সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে দেখা গেছে।

নতুন সরকারের প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সিরিয়া তার হারানো স্থিতিশীলতা ও মর্যাদা ফিরে পাবে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।

এ সম্পর্কিত আরও খবর