১৯ ডিসেম্বর থেকে থাইল্যান্ডের ই-ভিসা, ২৪ ডিসেম্বর থেকে ভিসা সেন্টার বন্ধ

এশিয়া, আন্তর্জাতিক

মাজেদুল নয়ন; স্পেশাল করেসপন্ডেন্ট, দক্ষিণ-পূর্ব এশিয়া ব্যাংকক, থাইল্যান্ড | 2024-12-16 15:53:46

আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীরা ই-ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া ২ জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশিদের ই-ভিসা দিবে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস।

ঢাকার রয়েল থাই এম্বাসি জানিয়েছে www.thaievisa.go.th ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে এবং ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। সুতরাং পাসপোর্ট জমা দেওয়ার কোন কারণ নেই।

দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থাপনায় ভিসা ইস্যু হলে সেটি ই-মেইলে পাঠানো হবে। ভিসার কাগজটি প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশনের প্রয়োজনে।

বর্তমানে যে ৪টি ভিসা সেন্টার চালু রয়েছে সেগুলো আগামী ২৪ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া বন্ধ করে দিবে।

এ সম্পর্কিত আরও খবর