যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতি ভয়াবহ, নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-16 23:24:13

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যে ১৪ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে কমপক্ষে ৪৫,০২৮ জন নিহত হয়েছে। খবর আল জাজিরা।

মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহতের অন্তর্ভুক্ত করে এই সংখ্যা দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়, ২০২৩-এর অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় এক লাখ ৬ হাজার ৯৬২ জন আহত হয়েছে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

পাশাপাশি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ গ্যালান্ত ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর