ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা, নিহত ৯

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-19 12:44:43

ইয়েমেনের রাজধানী ও একটি বন্দর শহরকে কেন্দ্র করে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ৯ যোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হুথিদের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের দিকে গোষ্ঠীটির নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকালে "পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, "হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুথি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে।"

আল মাসিরাহ টিভি বলেছে, আস-সালিফ বন্দরে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছে এবং বাকিরা রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় নিহত হয়েছে। উভয়ই পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত।

আল মাসিরাহ আরও জানায়, ইসরায়েলি বাহিনী বন্দরকে লক্ষ্য করে চারটি হামলা চালায়। এর মধ্যে দুটি হামলা চালানো হয় একটি তেল স্থাপনা কেন্দ্রকে লক্ষ্য করে।  রাজধানী সানার দক্ষিণ ও উত্তরে কেন্দ্রীয় দুটি বিদ্যুৎ কেন্দ্রকেও লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, সানা বন্দর ও জ্বালানি অবকাঠামোসহ হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

সানা থেকে আল জাজিরার প্রতিবেদককে হুথিপন্থী রাজনৈতিক মুখপাত্র হুসেন আল-বুখাইতি বলেছেন, ইসরায়েল বৃহস্পতিবার ইয়েমেনে প্রায় ১৩টি হামলা চালিয়েছে।

তিনি জানান, এ হামলাগুলো পাল্টা হামলা হিসেবে চালিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলে হামলার পাশাপাশি লোহিত সাগরে তাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তার ফলেই প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও খবর