উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে ভারতের প্রতিবাদ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-20 21:40:05

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক মন্তব্যের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় ঢাকার কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বলে জানান দেশটির পরররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্যা হিন্দু’ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে ভারতের উচিত সেই বিদ্রোহকে স্বীকৃতি দেওয়া যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। অন্য একটি পোস্টে, তিনি দাবি করেছেন যে নির্দিষ্ট ভারতীয় অঞ্চলগুলি বাংলাদেশের অংশ হওয়া উচিত। তবে পরে পোস্টটি মুছে দেন তিনি।

এ বিষয়ে জয়সওয়াল বলেছেন, আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই ইস্যুতে আমাদের কঠোর প্রতিবাদ নথিভুক্ত করেছি। আমরা বুঝতে পারি যে পোস্টটি উল্লেখ করা হয়েছে তা সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেশী বাংলাদেশের নেতাদের দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন,নয়াদিল্লি সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চায়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর