দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-29 10:27:01

দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৯ ডিসেম্বর) দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ ও  এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার জেজু এয়ারের উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি ১৭৫ যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে থাইল্যান্ড থেকে এসেছিল।  

স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের রেসপন্স টিমের অফিসার লি হাইওন-জি এএফপিকে বলেন, "এখন পর্যন্ত দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।"

স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। অন্য একজন দেখিয়েছেন ওই উড়োজাহাজটির পিছনের অংশটি আগুনে আচ্ছন্ন হয়ে আছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। হতাহতের উদ্ধারে জরুরি যানবাহন রয়েছে। 

এ পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার গেছে বলে জানিয়েছে ইয়োনহাপ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় গণমাধ্যমটি।

এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক মুয়ানে এক বিবৃতিতে, "উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার" নির্দেশ দিয়েছেন। আহতদের বাঁচানোর জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে একত্রিত করে কাজ করার আহ্বান জানিয়েছেন।

উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের সময় "ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে" এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, ইয়োনহাপ জানিয়েছে। 

এ সম্পর্কিত আরও খবর