দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের একটি বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দুইজন বাদে বিমানের বাকি সব আরোহী প্রাণ হারিয়েছেন। উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানিয়েছেন দেশটির স্থানীয় অগ্নিনির্বাপক সংস্থার প্রধান লি জিয়ং হিউন। তিনি বলেছেন, পাখির সঙ্গে ধাক্কা লাগা ও খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ১৮১ জন যাত্রী নিয়ে দক্ষিণ কোরিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময়কার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের কোনো অবকাঠামোয় আঘাত করে এটি। এর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লাগায় ল্যান্ডিং গিয়ারে জটিলতার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হচ্ছে। একটি ছবিতে দেখা গেছে উড়োজাহাজের লেজের অংশে আগুন ধরে গেছে।
তবে ভিডিওতে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তাই খারাপ আবহাওয়ার কারণে বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম।
বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধারকাজ করে হচ্ছে। এদিকে বিমান সংস্থা জেজু এয়ার দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং উদ্ধার কার্যে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে।
দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকৃত ওই দুই ব্যক্তির একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইট অ্যাটেনডেন্ট বলে অন্য এক প্রতিবেদনে জানা গেছে। আর বাকি যেসব আরোহী আছেন তাদের সবাই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সর্বশেষ তথ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।