বিশ্বজুড়ে নতুন বছর বরণে ব্যাপক প্রস্তুতি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-31 12:40:44

২০২৪ সালকে বিদায় জানিয়ে বিশ্বব্যাপী নানা রকম আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সালকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। বিশ্বের বড় কোনো শহর হিসেবে ইংরেজি বছরকে সবার আগে বরণ করে নেয় নিউজিল্যান্ডের অকল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশটি।

বার্তা সংস্থা এএফপি বলছে, ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে দেশটির মানুষ। নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে সেখানে জমায়েত হবে কয়েক লাখ মানুষ।

আর মাত্র দুই ঘণ্টা পরে নতুন বছরকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া। সিডনি হারবারে বর্ণিল আতশবাজির দেখার জন্য ১ মিলিয়নেরও বেশি মানুষ জমায়েত হয়েছে ।

নববর্ষ-২০২৫ উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার। সেখানে প্রায় ১০ লাখ মানুষের সমাগমের আশা করছে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।

লন্ডনে টেমস নদীর তীরে বছরের প্রথম প্রহরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। লন্ডন আই, বিগ বেন এবং পার্লামেন্টের হাউস থেকে টেমস নদী জুড়ে আতশবাজি বিস্ফোরিত হবে।

এদিকে, বিশ্বের সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকত কর্তৃপক্ষ। প্রায় ২৫ লাখ মানুষ কোপাকাবানায় জড়ো হবেন বলে আশা কর্তৃপক্ষের। রীতি অনুযায়ী ব্রাজিলের রিও ডি ডেনিরোতে কোপাকাবানা সমুদ্র সৈকতে সাদা পোষাকে নাচ-গানে মেতেছেন দেশটির উমবান্ডা ধর্মের অনুসারীরা।

উমবান্ডা ধর্মের অনুসারীরা রীতি অনুযায়ী এ দিন দেবীর জন্য উপহার হিসেবে ভক্তরা নিয়ে আসেন ফুল, চিঠি, খাবার এবং রূপচর্চার সামগ্রীও। নতুন বছরে সহিংসতা এবং যুদ্ধের অবসানের মধ্য দিয় মানবতা, শান্তি ও ভালোবাসায় ভরে উঠবে পৃথিবী, এমনটাই প্রত্যাশা তাদের।

এছাড়াও চীনের রাজধানী বেইজিংসহ বিভিন্ন শহরেও চলছে নিউ ইয়ার উদযাপনের প্রস্তুতি। চীনের বেইজিংয়ে নববর্ষ উপলক্ষে ফ্যাশন ও প্রযুক্তির থিমযুক্ত এক হাজারের বেশি লণ্ঠন জ্বালানো হয়েছে। একে বছরের সবচেয়ে বড় লণ্ঠন উৎসব বলা হচ্ছে। ব্যবসায়ে সমৃদ্ধি লাভের আশায় এমন আয়োজন।

পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্ব। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর।

এ সম্পর্কিত আরও খবর