আকর্ষণীয় আতশবাজি, চারদিকে ঝলমলে আলোর মাধ্যমে ২০২৫ সালকে বরণ করেছে সিডনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিডনির স্থানীয় সময় রাত ১২টা বাজতেই অপেরা হাউস ও হারবার ব্রিজ থেকে ছাড়া আতশবাজির আলোতে রঙিণ হয়ে যায় সিডনির আকাশ।
ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত ১২টা বাজতেই সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজ থেকে ছোঁড়া হয় বর্ণিল আলোকচ্ছটা ও আতশবাজি। জমকালো আতশবাজি উপভোগ করতে ভিড় করেন অসংখ্য মানুষ। সেখানে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ায় মধ্যরাতে আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে সিডনি হারবার এবং ইয়ারার তীরে কয়েক হাজার ভক্ত জড়ো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন বছরের উদযাপনের জন্য মেলবোর্নে প্রায় ৫ লাখ মানুষ উপস্থিত হয়েছে।